• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরিফুলের ব্যাটে সম্মানজনক সংগ্রহ খুলনার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৫:১২
Khulna has a respectable collection with Ariful's bat
ছবি- বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী বেশ দাপট দেখিয়ে জিতেছিল। বরিশালের বিপক্ষে খুলনা হারতে হারতে জিতে যায় আরিফুল হকের শেষ ওভারের নাটকীয় চার ছয়ে।

আজ দুই দলের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জেমকন খুলনা। ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়েছে ইমরুল কায়েসের শূন্য রানে বিদায়ের মধ্য দিয়ে।

আরেক ওপেনার এনামুল হক বিজয় ২৪ বলে ২৬ রান করেন ৩টি চার ও ১টি ছয়ে। সাকিব আল হাসানও জ্বলে উঠতে পারেননি। ৯ বলে দুই চারে করেন ১২ রান।

সাকিবের পর মাহমুদউল্লাহ রিয়াদও ফেরেন ১৩ বলে ৭ রান করে। জহুরুল ইসলাম অমি করেন ১ রান।

দলের বিপর্যয়ে আজও জ্বলে ওঠেন গত ম্যাচজয়ী ব্যাটসম্যান আরিফুল হক। সঙ্গে শামিম পাটোয়ারী। শামিম ২৫ বলে ৩চার, ২ ছয়ে করেন ৩৫ রান।

আরিফুল শেষ পর্যন্ত থেকে ৩১ বলে ২ চার, ৩ ছয়ে খেলেন ৪১ রানের ইনিংস। এছাড়া শহিদুল ইসলামের ব্যাটে আসে ১২ বলে ১৭ রান। কুড়ি ওভার শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৪৬ রান।

রাজশাহীর হয়ে ২ উইকেট নেন মুকিদুল ইসলাম, ১টি করে উইকেট নেন এবাদত হোসেন, মেহেদী হাসান ও আরাফাত সানী।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, কাজি নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, রনি তালুকদার, মেহেদী হাসান, এবাদাত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, আল-আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন ও জহুরুল ইসলাম অমি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh