• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশ দলে

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৩:২৪
maradona bangladesh football, rtv online
ছবি- বাফুফে

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছিল বাংলাদেশ ফুটবল দল। বুধবার কাতার আর্মি দলের বিপক্ষে খেলা শেষ হতেই খবর আসে, মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। এরপরই দোহায় অবস্থানরত লাল-সবুজ শিবিরে নেমে আসে শোকের ছায়া।

বাংলাদেশ দলের অধিনায়ক ফেসবুকে ম্যারাডোনার ছবিসহ শোকবার্তা দিয়েছেন।

সম্প্রতি কলকাতা মোহামেডানের সঙ্গে যুক্ত হতে চলা এই তারকা লিখেছেন, ‘পুরো দুনিয়া তোমাকে মনে রাখবে। তুমি বিশ্বকে অনেক কিছুই দিয়েছ। চির বিদায় কিংবদন্তি।’

এদিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানা বলেছেন ম্যারাডোনার প্রস্থান ফুটবলের জন্য বড় ক্ষতি।

‘প্রস্তুতি ম্যাচ খেলে যখন টিম বাসে উঠি তখনই জানতে পারি কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। কিছুদিন আগেই আমাদের দেশের বাদল রায় মারা গেছেন। এবার মারা গেলেছেন ম্যারাডোনা। যা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিজ্ঞ এই গোলরক্ষক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সমর্থক। আমি খুবই শোকাহত। সব সময়ই প্রার্থনা করি, যেখানেই আছেন ম্যারাডোনা যাতে ভালো থাকেন।’

আশরাফুল রানা দলের ডিফেন্ডার তপু বর্মনও আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার ভক্ত।

তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থন করি। গেল চার-পাঁচটা বিশ্বকাপে দলটিকে সমর্থন দিয়ে আসছি। ডিয়েগো ম্যারাডোনার খেলা না দেখলেও তার অনেক বড় ভক্ত আমি। কারণ তিনি ১৯৮৬ আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন।

কাতারে অবস্থানরত জাতীয় দলের পুরো ক্যাম্পই শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের এই তারকা।

‘তিনি মারা গেছেন সেটি মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। সরাসরি না দেখলেও ইউটিউবে অনেক ভিডিও দেখা হয়েছে তার। আমরা জাতীয় দলের খেলোয়াড়রা সবাই শোকাহত। তার জন্য আপাতত প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই আমদের।’ যোগ করেন তপু্।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh