• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ম্যারাডোনা সমাহিত হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ০৯:৪২
pele messi ronaldo
ম্যারাডোনা

ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় চলছে নানা প্রস্তুতি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ‘ফুটবল ঈশ্বর’কে শেষ বিদায় জানানো হবে।

করোনা মহামারিতে বিধিনিষেধ থাকা সত্ত্বেও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।

এদিকে মৃত্যুর পর ম্যারাডোনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

পরিবারের সম্মতি নিয়ে তিনি জানান, কিংবদন্তি এই ফুটবলারকে সমাহিত করা হবে প্রেসিডেন্ট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যানশনে।

এর আগে মৃত্যুর পরপরই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় আর্জেন্টিনায়।

এছাড়া শুক্রবার পর্যন্ত সব ধরনের জনাকীর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh