• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দিয়েগো চিরঞ্জীব: মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ০০:৪৯
বিশ্বকাপ জয়ী অধিনায়কের মৃত্যুর পর ইন্সটায় শোক জানিয়েছে বর্তমান অধিনায়ক।
সংগৃহীত

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বদেশী লিওনেল মেসি। দুই প্রজন্মের দুই তারকা নিজ নিজ সময়ে বিশ্ব ফুটবলের শাসন কর্তা হিসেবে পরিচিত।

২০১০ সালে ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেইবার তার অধীনেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসিরা।

কয়েকদিন আগে ম্যারাডোনা যখন হাসপাতালে ছিলেন তখন তার আরোগ্য কামনা করে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন মেসি।

বুধবার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মৃত্যুর পর ইন্সটায় শোক জানিয়েছে বর্তমান অধিনায়ক।

লিও মেসি লিখেন, ‘আর্জেন্টিনার জনগন ও ফুটবল বিশ্বের জন্য দুঃসংবাদ। চলে গেলেও আমাদের সঙ্গেই আছেন। কারণ দিয়েগো চিরঞ্জীব।’

ম্যারাডোনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি।

‘তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে থাকবে। শোক সন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh