• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদায় ‘দ্য গোল্ডেন বয়’

  ২৫ নভেম্বর ২০২০, ২৩:২৭
maradona the golden boy
বিশ্বকাপ হাতে ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনাকে স্প্যানিশ ভাষায় আর্জেন্টাইনরা ডাকতো ‘এল পিবে ডি অরো’ নামে। যার অর্থ হচ্ছে ‘দ্য গোল্ডেন বয়’। এমন নাম দেয়ার পেছনের কারণটা ফুটবল প্রেমী সবারই হয়তো জানা। ১৯৮৬ সালে তিনি যে প্রায় একাই দেশটিকে এনে দিয়েছিলেন ফুটবলের সর্বোচ্চ সম্মান।

কয়েকদিন আগেই জন্মদিন পালন করেছেন ম্যারাডোনা। ৩০ অক্টোবর ৬০ বছরে পা রেখেছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে একটি চাওয়া ছিল তার। ইংলিশদের বিপক্ষে ডান হাত দিয়ে গোল করতে চেয়েছিলেন।

আশির দশকে ফকল্যান্ড যুদ্ধের জড়িয়েছিল ইংল্যান্ড-আর্জেন্টিনা। ছিয়াশির বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যখন দুই দল মুখোমুখি হয় তখন ওই ম্যাচটি নিয়ে মাঠের বাইরেও ছিল বাড়তি উত্তাপ।

মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ৫১ মিনিটের মাথায় এক বিতর্কিত গোলে এগিয়ে যায় আকাশী-সাদা শিবির। বাম-হাত দিয়ে গোলটি করেন ম্যারাডোনা। রেফারি ভেবেছিলেন হয়তো মাথা দিয়েই জালে জড়িয়েছে বল। তাই গোলের সিদ্ধান্ত দেয়া হয়েছিল। এই গোলটিকে ঈশ্বরের আশীর্বাদেই হয়েছে বলে অনেকেই দাবি করেছিলেন। তাই গোলটির নাম দেয়া হয় ‘হ্যান্ড অব গড’।