• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ম্যারাডোনা মারা গেছেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ২২:৪০
Maradona is dead
ডিয়েগো ম্যারাডোনা।

৬০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়ে দিলেন ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইংরেজি দৈনিক ডেইলি মেইলসহ আর্জেন্টাইন গণমাধ্যমগুলো।

গেলো মাসে বুয়েনস এইরেসের হাসপাতালে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। ওই সময় তার মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করানো হয়েছিল।

মাদকাসক্তি নিয়ে লম্বা সময় ধরে অসুস্থতায় ভোগা ম্যারাডোনা ২৫ নভেম্বর নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।

এই ম্যারাডোনার হাত ধরেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি গোল করেন তার একটি হাত দিয়ে গোল করে 'দ্য হ্যান্ড অব গড' খ্যাতি পান এই বিশ্বকাপজয়ী।

অন্য গোলটাও ছিল দেখার মতো। মাঝ মাঠ থেকে একাই টেনে নিয়ে গোল করেন ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা।

বিশ্বকাপ ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার। নাপোলির হয়ে দুইবার সিরি ‘আ’ ও উয়েফা জেতান ম্যারাডোনা। খেলেন বার্সেলোনার হয়েও।

এমআর/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh