• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাগজে-কলমের শক্তি নিয়ে ভাবছেন না মিঠুন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১৯:৫৪
Mithun is not thinking about the power of pen and paper
মোহাম্মদ মিঠুন

ক্রিকেটের এই শর্ট ফরম্যাটে দিনটা যাদের, সেদিন যেকোনো দলকেই হারিয়ে দেয়া অসম্ভব কিছু না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে সবচেয়ে কম শক্তির দল ধরা হয়েছিল। অথচ তারাই কী না বাজিমাত করে আসরের প্রথম ম্যাচে শক্তিশালী বেক্সিমকো ঢাকাকে হারিয়ে।

গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের কথায় স্পষ্ট, কাগজে-কলমে দল যতই শক্তিশালী হোক না কেন খেলতে হবে মাঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম খেলবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

‘কালকে খেলার আগে অনেকেই চিন্তা করেছে খাতা-কলমে কারা কতটা শক্তিশালী। কিন্তু কালকে খেলা দেখে একটা পরিষ্কার ধারণা এসেছে যে মাঠের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ খাতা কলমের না।’

পাঁচ দলের টুর্নামেন্টে চার দলই খেলে ফেলেছে চট্টগ্রাম। মিঠুনদের খেলা দেখা হয়ে গেছে প্রতিপক্ষ ঢাকাসহ বাকি তিন দলের। ঢাকার বিপক্ষে মাঠে নামার আগে উইকেটটাও দেখেছেন, বুঝেছেন বড় স্কোর করাও অসম্ভব না।

উইকেট মনে হয়েছে খুব ভাল উইকেট। হাই স্কোরিং ম্যাচ হবে। যদি এরকম উইকেট থাকে তাহলে যত দিন যাবে আরও ভাল ক্রিকেট সবাই দেখবে আশাকরি।’

গাজি গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh