• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা ফিরেছেন রাসেল ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১৯:২১
Russell Domingo has returned to Dhaka
ফাইল ছবি

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর না হওয়ায় অক্টোবরে তিন দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ। এই টুর্নামেন্টের মাঝপথে ছুটিতে দক্ষিণ আফ্রিকা চলে যান টাইগারদের হেড কোচ।

এরপর চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবার কথা ছিল পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেটি পিছিয়ে শুরু হয়েছে ২৪ নভেম্বর। টুর্নামেন্টের শুরুতে লম্বা সফর শেষে আজ বুধবার ঢাকা এসে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

‘ডমিঙ্গো ঢাকা এসে পৌঁছেছেন। চলতি টুর্নামেন্ট দেখতে ও জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে কাজ শুরু করতে তার ঢাকা ফেরা।’

জানুয়ারিতে ৩টি টেস্ট (প্রস্তাবিত ২টি), ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে সফর করবে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপ শেষ হলেই শুরু হয়ে যাবে জাতীয় দলের কার্যক্রম। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh