• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

২৮ বছর আগের জার্সি ফিরিয়ে আনল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১৭:৪১
1992 world cup jersey india india-in-australia-2020-21, RTV ONLINE
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে করোনা পরবর্তী ক্রিকেট ফিরতে চলেছে ভারত। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হবে খেলা। তিন ম্যাচের এই সিরিজে দীর্ঘ ২৮ বছর পুরাতন জার্সিতে মাঠে নামবে ভারতীয়রা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটিকে দেখা যাবে ১৯৯২ বিশ্বকাপের আদলে তৈরি জার্সিতে।

বিশ্বকাপ আসরে সেবারই প্রথমবার রঙিন পোশাক পরে নেমেছিল অংশ নেয়া দলগুলো। কপিল দেব-শচীন টেন্ডুলকাররা নেমেছিলেন গাঢ় নীল জার্সিতে। কাঁধে ছিল চার রঙের দাগ।

ওপেনার শিখর ধাওয়ান নিজ টুইটারে নতুন রূপে পুরাতন সেই জার্সি পরে ছবি পোস্ট করে তা সবার সামনে স্পষ্ট করে দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, নতুন জার্সি, নতুন প্রেরণা, মাঠে নামতে প্রস্তুত।

ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্টে অংশ নিবে ভারত-অস্ট্রেলিয়া দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
X
Fresh