• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইউটিউবে ‘ভিউ বাড়াতে’ এমন মন্তব্য করেন রমিজ?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১০:৪৮
hafeez ramiz
রমিজ রাজা ও মোহাম্মদ হাফিজ

মাঠের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অবশ্য বোঝা মুশকিল যে মোহাম্মদ হাফিজের বয়স বয়স ৪০। নিয়মিত রান তুলছেন। ফিল্ডিং করছেন দুর্দান্ত। বল হাতেও দলের জন্য বেশ অবদান রাখছেন পাকিস্তান দলের অভিজ্ঞ এই সদস্য। তবু রমিজ রাজার প্রশ্ন কেন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না হাফিজ?

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে পাকিস্তান। সফরে ছোট ফর‌ম্যাটের ক্রিকেটে দলে ডাক পেয়েছেন হাফিজ। বিষয়টি নিয়ে মন্তব্য করে সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে তর্কে জড়িয়েছেন হাফিজ।

হাফিজ মনে করেন, নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে বিতর্কিত মন্তব্য করেন প্রখ্যাত ধারাভাষ্যকার রমিজ।

নিউজিল্যান্ড সফরের দলে হাফিজকে দেখে রমিজ রাজা বলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে গিয়ে নতুন ক্রিকেটারদের বঞ্চিত করছে।

তিনি বলেন, ২০২১ সালে ভারতের মাটিতে টি-টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে পিসিবির উচিত নতুনদের সুযোগ করে দেয়া।

রমিজের মতে, নতুনদের জায়গা ছেড়ে দিতে হাফিজের মতো সিনিয়রদের সসম্মানে অবসর নেয়া উচিত।

এমন মন্তব্য ভালোভাবে নেননি হাফিজ। হাফিজ বলেন, ‘খেলোয়াড় হিসেবে রমিজ রাজার অবদান অনেক। আমি তার মতকে অসম্মান করছি না। তবে তার ক্রিকেট সম্পর্কে জ্ঞান নিয়ে আমার সংশয় রয়েছে। যদি আমার ১২ বছরের ছেলের সঙ্গে আলোচনা করেন, দেখবেন সেও রমিজ ভাইয়ের থেকে ক্রিকেটটা ভালোই বোঝে।’

তিনি বলেন, ‘যদি রমিজ ভাই নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এমন মন্তব্য করতে থাকেন, তবে আমার কিছু বলার নেই।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন হাফিজ। তিন ফরম্যাট মিলিয়ে রান তুলেছেন সাড়ে ১২ হাজারের মতো।

‘আমি ততদিন পাকিস্তানের হয়ে খেলে যাব, যতদিন আমি ফিট থাকব এবং দলের হয়ে পারফর্ম করতে পারব।’ যোগ করেন হাফিজ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
আমিরকে জাতীয় দলে দেখতে চান না রমিজ রাজা
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh