• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪০৯ দিন পর ২২ গজে ফিরছেন সাকিব

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ০৯:৩৯
SHAKIB AL HASAN gemcon khulna Bangabandhu T20 Cup 2020
মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট দিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বসবে দুটি ম্যাচ।

দুপুর দেড়টায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ আকবর আলীদের নিয়ে গড়া ঢাকা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

অন্য দিকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে, মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান, ফরহাদ রেজা, মেহেদী হাসান, আরাফাত সানিদের নিয়ে গড়া রাজশাহীও ছাড় দিতে নারাজ প্রতিপক্ষকে।

যদিও প্রথম দিন হয়তো দর্শকদের বেশি আগ্রহ থাকবে সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনের দ্বিতীয় ম্যাচ নিয়ে।

এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১৩ মাস পর ক্রিকেটে প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সন্ধ্যায় ব্যাট-বলের যুদ্ধে মাহমুদুল্লাহ-সাকিবদের জেমকন খুলনার মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

গেল বছরের ২৯ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। তার আগে শেষবারের মতো ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠে নেমেছিলেন। দীর্ঘ ৪০৯ দিনের অপেক্ষার অবসানের পর ফের ২২ গজে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকাকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh