logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

মেসি ছাড়াই বার্সার দল ঘোষণা

team announced without Messi
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। যেখানে নেই লিওনেল মেসির নাম। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় ইউক্রেনের দলটির বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।

'জি' গ্রুপের ম্যাচটি বার্সার সবচেয়ে বড় তারকা মেসি বিশ্রামে রাখা হয়েছে। করোনা পরবর্তী ফুটবলে ব্যস্ত সূচিতে চাপা পড়তে দেখা যায় ছয়বারের ব্যালন ডি' অর জয়ীকে। যা তার পারফরম্যান্সেই স্পষ্ট।

টানা ক্লাব ও আন্তর্জাতিক ডিউটি পালন করায় আর্জেন্টিনা মহা তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকয়টিতে জয় তুলে শীর্ষে রয়েছে রোনাল্ড কোম্যানের দল। অন্যদিকে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে ১ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে ডায়নামো কিয়েভ।

ওয়াই/

RTV Drama
RTVPLUS