• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা সাইফউদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ২৩:৫৫
ছবি- সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা, অনুশীলনের আগে ফুটবল খেলাটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত অংশ। সেটাই কাল হয়ে দাঁড়ালো অল-রাউন্ডার সাইফউদ্দিনের জন্য।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন সাইফউদ্দিন। দলের সঙ্গে রোববার অনুশীলন করতে আসেন মিরপুরের একাডেমি মাঠে।

এসময় অনুশীলনের আগে ফুটবল খেলোতে গিয়ে গোড়ালি মচকে যায় তার। এরপর দুইজনের কাঁধে ভর দিয়ে ছাড়তে হয় মাঠ।

খানিক বাদে ফিরে যান হোটেলে। সন্ধ্যায় এক্সরে করানোর কথা থাকলেও জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে হয়নি বলে জানিয়েছেন সাইফউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র।

আরটিভি নিউজকে তিনি আরও বলেন, অন্তত ১০ থেকে ১২ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে সাইফউদ্দিনকে। এর মাঝে সুস্থ হয়ে উঠলে লিগ পর্বের শেষ দিকে খেলোতে পারবেন তিনি।

এদিকে রাজশাহী দল থেকে জানানো হয়েছে, সোমবার সিদ্ধান্ত জানানো হবে সাইফউদ্দিনের ব্যপারে।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারেননি পিঠের চোটের কারণে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইফউদ্দিনের দলে না থাকার কারণ জানালেন শান্ত
জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্তর সমর্থন চান সাইফউদ্দিন
X
Fresh