• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উরুগুয়ে দলের ১৬ জনই করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১২:৫৬
uruguay football twitter,
ছবি- সংগৃহীত

উরুগুয়ের ফুটবল দলের ১৬ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পর তারকা ডিফেন্ডার ডিয়েগো গডিনও রয়েছেন এই তালিকায়।

চলতি সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা হয়নি বার্সেলোনার সাবেক তারকা সুয়ারেজের। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা। এরপরই উরুগুয়ে দলের খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার সংবাদ সামনে এলো।

উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমার মনে হয় পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে।

এদিকে দলটির সহকারী কোচ সেলসো ওটেরেও বলেন, আমরা সবাই সচেতন। তবু স্পর্শাতীত।

গেল সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বে কলোম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর প্রথমবার উরুগুয়ে দলে করোনাভাইরাস হানা দিয়েছিল। ডিফেন্ডার মাতিয়াস ভিনা ছিলেন দলের প্রথম আক্রান্ত ব্যক্তি। যিনি ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে খেলেন। ভিনাসহ ওই ক্লাবটির ১৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
X
Fresh