• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘গোল্ডেন বয়’ হয়েই হালান্দের এক হালি গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১১:৫০
golden boy erling haaland dortmund, rtv online
আর্লিং হালান্দ

মাঠে নামার আগে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জেতার সংবাদ শুনেছিলে আর্লিং হালান্দ। বুরুশিয়া ডর্টমুন্ডের এই স্ট্রাইকার ৪৭, ৪৯, ৬২ ও ৭৯ মিনিটে চার চারটি গোল একাই তুলেছেন।

শনিবার বুন্দেজ লিগার ম্যাচে প্রতিপক্ষ ছিল হের্থা। ম্যাচটি ৫-২ গোলে জিতে নিয়েছে ডর্টমুন্ড।

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয় ডর্টমুন্ড।

হের্থার হয়ে দুটি গোলই তুলে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার মেথুজ কুনহা। নরওয়ে তারকা হালান্দের এক হালি ছাড়া অন্য গোলটি তুলেছেন পর্তুগীজ মিডফিল্ডার রাফায়েল গেরিরো।

চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ১৫ গোল তুলে নিয়েছেন হালান্দ। ২০ বছর বয়সী তারকার রয়েছে তিনটি অ্যাসিস্টও।

৮ ম্যাচ খেলে ৬ জয় তুলে ১৮ পয়েন্টে জার্মান লিগের দ্বিতীয় স্থানে রয়েছে বুরুশিয়া। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।

এদিকে ২০২০ সালের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জেতা হালান্দ পেছনে ফেলেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি ও বায়ার্ন মিউনিখের কানাডিয়ান মিডফিল্ডার আলফুস ডেভিসকে।

২০০৩ সাল থেকে ২১ বছরের নিচের বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার দিচ্ছে ইতালিয়ান গণমাধ্যম তোত্তোস্পোর্ত।

এই ট্রফি জিতেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেরাও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh