• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি মালিকানায় না আসতে পেরে মামলা করবে নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৮:২৩
newcastle-utd-confirm-legal-move-over-failed-460m-saudi-takeover-bid
ছবি- সংগৃহীত

সৌদি মালিকানায় না আসতে পারায় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিউক্যাসেল ইউনাইটেড। ক্লাব চেয়ারম্যান মাইক অ্যাশলে বিষয়টি জানিয়েছেন।

নিউক্যাসেলের দাবি ইংলিশ লিগ কর্তৃপক্ষ তথ্য ফাঁস করার কারণে সৌদি মালিকের আওতায় আসতে পারেনি ক্লাবটি।

ডেইলি মিরর জানাচ্ছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ৩০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার কথা ছিল ক্লাবটিতে। এর পেছনে মূল আগ্রহ ছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। যদিও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

দুই পক্ষের চুক্তি না হওয়ার পেছনে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স রয়েছেন বলে দাবি করেছের নিউক্যাসেল ইউনাইটেডের প্রধান মাইক অ্যাশলে। তাই আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০০৭ সাল থেকে ক্লাবটির মালিক অ্যাশলে। বেশ কয়েক বছর ধরেই তিনি চাচ্ছেন নিউক্যাসেলকে বিক্রি করতে। যদিও বার বার ব্যর্থ হচ্ছেন এই ইংলিশ ব্যবসায়ী।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা
X
Fresh