• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিন গ্রুপে ভাগ হয়ে জিম করেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৬:২৮
bangladesh vs qatar 2020 december 4 live score, RTV online
ছবি- বাফুফে

বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার আক্রান্ত হয়েছেন করোনায়। তাই বাড়তি সচেতনতা পালন করা হচ্ছে লাল-সবুজ শিবিরে।

শনিবার সকালে করোনা পরীক্ষা করা হয়েছে সফরকারী দলকে। এরপরই তিন গ্রুপে ভাগ হয়ে জিম করেছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি।

এদিন ভিডিও বার্তা দিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও ডিফেন্ডার তপু বর্মণ।

তপু বলেন, ‘গতকাল (শুক্রবার) রুমে আমাদের সেশন দেয়া হয়েছিল। সেগুলো পালন করেছি। আজ সকালে করোনা টেস্ট করা হয়েছে। এর পর তিন গ্রুপে ভাগ হয়ে আমরা জিম করেছি। সবার দোয়ায় করোনা নেগেটিভ হলেই আমরা মাঠের অনুশীলনে ফিরবো।’

স্টুয়ার্ট ওয়াটকিস জানান, করোনা হানা দিলেও পরিস্থিতি ঠিকই আছে।

তিনি বলেন, ‘আজ কোডিভ টেস্ট করা হয়েছে। আজকেই খেলোয়াড়রা জিমে নিজেদের প্রথম ট্রেনিং শুরু করেছে। ফিটনেস কোচ তাদের সব বুঝিয়ে দিয়েছে। এখন ফিটনেস নিয়েই সবাই কাজ করছে। তিনদিনের কোয়ারেন্টিন শেষ হলেই আমরা মাঠে ফিরবো। এখনও পর্যন্ত সব ঠিকই আছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh