• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালের ভাষা শিখতে আগ্রহী তামিম

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৫:৩১
BANGLABANDHU T20 CUP, tamim iqbal psl 2020
তামিম ইকবাল || সাম্প্রতিক ছবি

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলস অংশ নিয়েছিল। এরপর ফ্রাঞ্চাইজি ভিত্তিক কোনও টুর্নামেন্টে দেখা যায়নি দক্ষিণাঞ্চলের দলটিকে। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছে বরিশাল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে ফরচুন বরিশাল। দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জানিয়েছেন, বরিশালের ভাষা শেখার আগ্রহ রয়েছে তার।

শনিবার সকালে মিরপুরে বিসিবির অ্যাকাডেমির ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে ফরচুন বরিশাল দল।

এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। তার কাছে প্রশ্ন রাখা হয় বরিশালের ভাষা জানা আছে কি না?

‘বরিশালের ভাষা শিখবেন উল্লেখ করে তিনি বলেন, ‘শেখার চেষ্টা করব। আমি পারি না। এটা ভাল যে বরিশাল আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। আমি যতদূর জানি, গেল দুই তিন মৌসুম তো ছিল না বিপিএলে। এটা সত্য তাদের অনেক ভক্ত আছে। আবার যেহেতু ফিরে এসেছে সেহেতু আশা করি তাদেরকে খুশি করার চেষ্টা করবো।’