• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অধিনায়কত্বের চাপ গণমাধ্যমের বানানো: তামিম

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৪:২১
BANGLABANDHU T20 CUP, tamim iqbal psl 2020
তামিম ইকবাল || সাম্প্রতিক ছবি

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘অধিনায়কত্বের চাপ আমি কখনোই অনুভব করিনি। অধিনায়কত্বের চাপ, এটা আসলে আপনাদের (গণমাধ্যমের) বানানো।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হওয়ার আগে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ফরচুন বরিশালের আইকন তামিম।

২০১৯ বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্বপালন করতে দেখা যায় তামিম ইকবালকে। ওই সফরের তিনটি ম্যাচেই হারতে হয়েছিল তামিম নেতৃত্বাধীন দলটিকে।

চলতি বছরের মার্চে অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মর্তুজা নিজের শেষ ম্যাচ খেলেন। তখন ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তামিমের নাম ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়া হয়। যদিও এর পর আর ওয়ানডে ম্যাচে মাঠে নামা হয়নি টাইগারদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি বলেন, ‘আমি এখনও অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি ওই দিনও বলেছি, অধিনায়কত্ব মূল্যায়ন করবেন ছয় মাস বা এক বছর পর। নেটা পৃথিবীর যত বড় অথবা ছোট অধিনায়ক হোক। দুই বা তিন ম্যাচ পর আপনারা শুরু করেন, অধিনায়কত্বের চাপ।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘একটা বাচ্চা হাঁটতে কিন্তু নয় মাস সময় লাগবে। একদিনে সে না হাঁটবে আপনি বলতে পারেন না। খেলায় আমার অধিনায়কত্ব কতটা প্রভাব ফেলছে সেটা মূল্যায়ন করবেন অন্তত ২০ ম্যাচ পর। দুই তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।’

গণমাধ্যমকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার।

‘আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখিনি যে, এই দেশের অধিনায়কত্ব করার। এখন সুযোগ এসেছে আমার কাছে। চেষ্টা করবো পুরোপুরিভাবে করতে। ভালো হবে খারাপ হবে সেটা সময় বলবে। ভালো অধিনায়ক হতে হলে অনেক কিছু যদি হবে। এক সিরিজ দুই সিরিজে আপনি যদি মনে করেন যে কাজ হচ্ছে না। এটা আসলে কারো জন্যই ভালো না। আমার জন্য, দলের জন্য, দেশের জন্য। আমার নিজের দেখে বলছি না। আমার পরে যে হবে অথবা অন্য ফরম্যাটে।’

করোনা অতিমারী শুরু হওয়ার পর নিজ ফেসবুকে লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তামিম। সেসময় মাশরাফি নিজে জানিয়েছিলেন নেতৃত্ব দেয়ার মতো সব রকমের গুণ রয়েছে বাম-হাতি এই ব্যাটসম্যানের। তামিম নিজেও অধিনায়কত্বের পাশাপাশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুনিয়রদের পাশে থাকতে চান বলে জানিয়েছেন।

‘অধিনায়কের দায়িত্ব অন্যদের চেয়ে বেশি থাকে। সবার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব সবকিছু করার। এরপর দেখতে হবে কী হয়। এটা আমি অধিনায়ক না থাকলেও করি। আমার যে অধিনায়ক হতেই হবে তা না। নেতা আপনি যেকোনও সময়ই হতে পারেন। ভালো নেতা হওয়ার জন্য অধিনায়কত্বের দরকার নেই। নেতা হিসেবে আপনাকে কথার চেয়ে বেশি কাজ করতে হবে।’ যোগ করেন তামিম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh