• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হতাশায় ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৪:৪০
The Pakistani cricketer is leaving cricket for the United States in despair
সামি আসলাম

মাত্র ২৫ বছর বয়সেই দেশের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি ওপেনার সামি আসলাম। ক্রিকেট ছেড়ে নাকি দেশেই থাকবেন না। রাগে-ক্ষোভে ছাড়ছেন দেশ, পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

২০১৫ সালে টেস্ট অভিষেকের পর ২০১৭ সাল পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন সামি। খেলেছেন ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও। ওয়ানডের চাইতে টেস্টে দুর্দান্ত ব্যাটিং সামিকে পছন্দের তালিকায় নিয়ে আসে তবে হঠাতই ছন্দপতন।

দল থেকে বাদ পড়ে যান। তবে ২০১৯ সালের কায়েদ ই আজম ট্রফিতে তার ব্যাটে রান এসেছে প্রচুর। সেরা রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নেন। চার সেঞ্চুরি আর ৭৮ গড়ে ৮৬৪ রান করে হয়েছিলেন আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।

কিন্তু এর পরও তার সঙ্গে ঝামেলা করে সাউদার্ন পাঞ্জাব। নর্দার্নের বিপক্ষে একটি ম্যাচের চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে ১১ ওভারে ৮৯ রান দরকার ছিল সাউদার্ন পাঞ্জাবের। তবে ২.৩ ওভার শেষ হতেই ড্র মেনে নেন সাউদার্নের অধিনায়ক সামি আসলাম। ব্যপারটি মেনে নিতে পারেননি দলের হেড কোচ আবদুল রেহমান। মূলত এ নিয়েই ম্যানেজম্যান্টের সঙ্গে ঝামেলা বাঁধে সামির। এরপর তো নেতৃত্ব থেকেই সরিয়ে দেয়া হয়।

১৩ টেস্টে ৭৫৮ ও ৪ ওয়ানডেতে ৭৮ রান করেন সামি আসলাম

এবছর সামিকে খেলতে হয় বেলুচিস্তানের হয়ে। অন্য সব দলের তুলনায় এই দলটি ছিল বেশ দুর্বল। দলের হয়ে তিন রাউন্ডে মাত্র একটি অর্ধশতক পান সামি।

এরপরও সামি দেখছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন। তবে নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা না হওয়ায় সামি ধরেই নিয়েছেন আর কখনও জায়গা হবে না। তাই হতাশা থেকেই পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh