• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আশরাফুল ভাইয়ের খেলা দেখে বড় হয়েছি: সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ২০:৫৩
I grew up watching Ashraful Bhai's game: Saifuddin
সাইফউদ্দিন

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার যাকে বলা হয় তিনি মোহাম্মদ আশরাফুল। কার্ডিফে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর দিনে আশরাফুলের সেই সেঞ্চুরি কখনও ভুলবে না বাংলাদেশের ক্রিকেট।

এ প্রজন্মের ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই ম্যাচটা এখনও ঠিকই স্মরণীয়। শুধু এই ম্যাচটাই নয়, অনেক জয়ের নায়ক এই আশরাফুল।

সময়ের পরিক্রমায় জাতীয় দল থেকে অনেক দূরে চলে গেছেন সময়ের এই সেরা ক্রিকেটার। এসেছে পরিবর্তন, আজ নতুনদের জয়গান।

তবে সাইফউদ্দিনরা যাদের খেলা দেখে বড় হয়েছেন তাদের ভুলবেন কীভাবে! ‘আশরাফুল ভাইয়ের খেলা দেখে আমরা বড় হয়েছি।’

শুধু সাইফউদ্দিন একাই নন, রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মুখিয়ে আছে আশরাফুলের কাছ থেকে শেখার।

‘অবশ্যই আমরা জানি উনি কত ভালো ক্রিকেট খেলেছেন, কতটা সফল ছিলেন। অনেক কিছু শেখার আছে। উনি বাংলাদেশ দলেরও অধিনায়ক ছিলেন। এ জায়গাতেও শেখার অনেক কিছু আছে। চেষ্টা করবো উনার কাছ থেকে শিখতে পারি।’

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শান্ত, আশরাফুলরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইফউদ্দিনের দলে না থাকার কারণ জানালেন শান্ত
জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্তর সমর্থন চান সাইফউদ্দিন
X
Fresh