• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইংল্যান্ড সিরিজের আগে প্রোটিয়া শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১৯:২৯
Corona Attac at the Proteas camp before the England series
ফাইল ছবি

চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ। এই দুটি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট।

তার আগে রুটিন মতো করোনা পরীক্ষা করা হয়েছে দুই দলের খেলোয়াড়দের। পরীক্ষা শেষে জানা যায় কোভিড পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। আক্রান্ত হওয়া ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও দুই ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। যদিও তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সিরিজ শুরুর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ মোট ৫০ জনের কোভিড পরীক্ষা করানো হয়। একজন কোভিড পজিটিভ ও তার সংস্পর্শে আসা বাকি দুইজন ছাড়া সবাইকে কেপ টাউনের হোটেলে জৈব-সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে তিন ক্রিকেটারকে বাদ দেয়া হবে না বরং দলে বাড়তি দুজন ক্রিকেটার যোগ করা হবে। সিরিজ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। যার প্রথমটি ২১ নভেম্বর ও দ্বিতীয়টি ২৩ নভেম্বর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh