• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্লেয়ার অব দ্য উইক বানাতে সাদকে ভোট দিতে পারবেন আপনিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৬:৫৭
You can also vote for Saad to become Player of the Week
ছবি- সাদ উদ্দিন

এশিয়ান প্লেয়ার অব দ্য উইকে মনোনায়ন পেয়েছেন বাংলাদেশের সাদ উদ্দিন। সমর্থকদের ভোটে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নির্ধারণ করবে চলতি সপ্তাহের সেরা ফুটবলার।

ওয়েবসাইটে প্রকাশ হওয়া এই তালিকায় আবাহনীর এই উইঙ্গার ছাড়াও নাম রয়েছে সৌদি আরবের আব্দুল্লাহ আল হামদান, মোহাম্মদ আল রোমাইহি, দক্ষিণ করিয়ার হাওং উই জো, জর্ডানের মুসা আল থামাইরি, ইরানের কাভেহ রেজেই, ইরানের ভাহিদ আমিরি, ইরাকের মোহানাদ আলী, ইরাকের ইব্রাহিম বায়েস ও আরব আমিরাতের আলী মাবখোত।

এএফসি জানিয়েছে, ‘ফুটবল ইজ ব্যাক ব্যানারে দর্শক নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশ। মুহূর্তেই ২২ বছর বয়সী সাদ উদ্দিন সমর্থকদের আশার আলো দেখিয়েছেন।’

দীর্ঘ ১০ মাস পর মাঠে ফিরেই ১২তম মিনিটে ঢাকা আবাহনীর এই উইঙ্গার দুর্দান্ত এক অ্যাসিস্ট করেন। বল পেয়ে তা কাজে লাগান নাবীব নেওয়াজ জীবন। এতে ২-০ তে জয় পায় বাংলাদেশ।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হয় লাল-সবুজরা। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় মাচটিতে গোল শূন্য ড্র হয়। শেষ পর্যন্ত ১-০তে সিরিজটি জিতে নেয় জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh