• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের জন্য সশস্ত্র দেহরক্ষী নিয়োগ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৬:০৫
BCB appoints bodyguard for Shakib
ছবি- বিসিবি

কলকাতায় পূজার অনুষ্ঠানে গিয়ে মহাবিপাকেই পড়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য যেখানে সবার অপেক্ষা ছিল এখন হয়েছে তার উল্টো।

প্রতি মুহূর্তে তাকে শুনতে হচ্ছে ধুয়ো। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন। যদিও ওই হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরপরও নিরাপত্তা শঙ্কায় সাকিব।

তার নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে মোহাম্মদ মোতালেব নামের একজন সশস্ত্র দেহরক্ষীকে।

'আমি একজন গর্বিত মুসলমান' ক্ষমা চাইলেন সাকিব (ভিডিও)

এই সশস্ত্র দেহরক্ষী সাকিবকে তার বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে ও বাইরে যেখানেই যাওয়া হবে সেখানে থাকবেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রত্যয়ী। তাই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা বিবেচনা করেই এমন পদক্ষেপ নিয়েছে বিসিবি।

জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগ পর্যন্ত এই দেহরক্ষী সাকিবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh