• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাহমুদউল্লাহ জানালেন করোনামুক্ত হবার খবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১৪:১৮
Mahmudullah informed the news of being tax free
করোনা মুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ

গত ৮ নভেম্বর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে খেলতে যেতে পারেননি পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলির বদলে যোগ দেয়ার কথা ছিল তার। তবে করোনায় আক্রান্ত হয়ে মাহমুদউল্লাহ হয়ে যান ঘরবন্দি।

তবে খুশির খবর, করোনা মুক্ত হয়েছেন এই টাইগার অধিনায়ক। ফেসবুকে মাহমুদউল্লাহ জানালেন তার করোনামুক্তির খবর।

‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ্‌র অশেষ রহমতে গতকাল (সোমবার) আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ইনশাআল্লাহ্‌, এখন আমার চেষ্টা দ্রুত মাঠে ফেরার। যারা আমার জন্য দোয়া করেছেন, সাপোর্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ।’

আগামী ২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এখানে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন জেমকন খুলনার হয়ে। রিয়াদের দলে রয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে ফেরা সাকিব আল হাসান। আগামী ২৬ নভেম্বর রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে খুলনা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh