• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফোনটা ইচ্ছাকৃত ভাবে ভাঙিনি: সাকিব (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ২০:২২

সাকিব আল হাসান এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে তবে, আলোচনা-সমালোচনা নিয়ে। গত ৫ নভেম্বর মধ্যরাতে দেশে ফেরার পর দিন সরকারি নিয়ম কোয়ারেন্টিন না মেনে চলে গিয়েছিলেন সুপার শপের উদ্বোধন করতে। এর কদিন পর গত ১১ নভেম্বর সাকিব ভারতের কলকাতায় যান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে। বেনাপোল স্থল বন্দর দিয়ে কলকাতা যাওয়ার পথে এক ভক্তের ছবি তোলার সময় বাঁধে বিতর্ক।

ওই ভক্ত দাবি করেন, ছবি তুলতে চাওয়ায় তার ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাতে তার ফোন ভেঙে যায়। এনিয়ে সাকিব কোনও মন্তব্য করেননি তবে, আজ সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

‘আমি কখনোই বুঝতে পারি না অন্য একজনের ফোন ভেঙে কী উপকার হবে বা লাভ হবে। আপনারা হয়তো ভালো উত্তর দিতে পারবেন। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, আমি তার ফোনটা কখনোই ইচ্ছেকৃতভাবে ভাঙিনি। যেহেতু করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম। কীভাবে নিজেকে নিরাপদ রেখে চলা যায় সেটা চেষ্টা করছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল এবং ভিড় ছিল, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে। আমিও চেষ্টা করছিলাম কীভাবে তাদের কাছে না গিয়ে আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি ইমিগ্রেশনের।’

সাকিব আরও বলেন, ‘স্বাভাবিকভাবে একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবি তুলতে চায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাত লেগে ফোনটি পড়ে যায়। পরে হয়তো ভেঙেও যায়। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আর এই করোনার সময়ে সবারই সেটা করা উচিত।’

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh