• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের জয়ে গণমাধ্যমের ভূমিকা দেখছেন সালাউদ্দিন

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৮:২৫
bangladesh football federation All Nepal Football Association, Nepal vs bangladesh live, rtv online
ছবি- বাফুফে

নেপালের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলো লাল-সবুজরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে জামালরা। ম্যাচের ১০ মিনিটে ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রসের বল পেয়ে জালে বল পাঠান জীবন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সীমান্তে দু’একবার ঝটিকা আক্রমণ চালালে গোলের দেখা পায়নি নেপাল। উল্টো ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মাহবুবুর রহমান সুফিল।বাকি সময় আর গোল না হওয়ায় দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

শনিবার মতিঝিলে ফেডারেশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাফুফে প্রধান।

‘ম্যাচটা ভালো ছিল। দুই পক্ষই ভালো খেলেছে। প্রথমার্ধে আরও দুই একটা গোল হওয়া উচিৎ ছিল। এটাই ফুটবল। করোনার পর খেলোয়াড়রা বেশ ভালোই করেছে।’

দীর্ঘদিন ধরে ফিনিশিংয়ের অভাব চোখে পড়ছিল বাংলাদেশ দলের। গেল ম্যাচে দুটি গোলই সুন্দর ফিনিংশিয়ের কারণে এসেছে।

সালাউদ্দিন বলেন, ‘এটা আরও আগেই হওয়া উচিৎ ছিল। কোচরা এই বিষয় নিয়েই কাজ করছে। খেলোয়াড়দের ফিনিশ করতে হবে। কোচ-ফেডারেশন কেউই পারবে না। প্রথম-দ্বিতীয় দুটি গোলই মান সম্পন্ন গোল হয়েছে। তাদের মধ্যে করার ক্ষমতা আছে। যে কোনও কারণে করতে পারছিল না।’

ফেডারেশন সভাপতি মনে করেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকাই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

‘গণমাধ্যম যেভাবে সমর্থন দিয়েছে, এতে তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমি প্রথম থেকেই বলছিলাম, ফুটবল করতে গেলে খেলোয়াড়, ক্লাব, গণমাধ্যম এবং সরকার সবাইকে প্রয়োজন। গেল এক মাসে গণমাধ্যম যেভাবে পাশে ছিল। কাল সমর্থকরাও যা করেছে। সরকার যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করি এটা সময়ের ব্যাপার বাংলাদেশ টপ ক্যাটাগরি দলে পরিণত হবে।’

এই ম্যাচে জয়ে লাল-সবুজদের ১০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। আগামী মঙ্গলবার আবারও মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
X
Fresh