• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিকে ক্রিকেট চাইলেন রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৫:২৭
Rahul Dravid cricket  Olympics
রাহুল দ্রাবিড়

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি চান ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। দেশটির সাবেক অধিনায়ক দাবি করেন, বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ এই আসরে কমপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট যোগ করা উচিৎ।

ভারতের ক্রিকেট সংগঠক মনজ বাদালে ও ইংলিশ ক্রিকেট বিশ্লেষক সায়মন হিউজেস ‘এ নিউ ইনিংস’ নামক একটি বই প্রকাশ করেছেন। যেখানে ভার্চুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দ্রাবিড়।

‘অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট যুক্ত হলে দারুণ হবে। সবাই জানেন, বিশ্বের অনেকগুলো দেশ এখন ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত।’

ভারতের জার্সি ক্রিকেটের সব ফরম্যাটে ২৪ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান জানেন অলিম্পিকে ক্রিকেট যোগ করা অনেক বড় চ্যালেঞ্জের। তবে তিনি চান ক্রিকেট ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।

তিনি বলেন, এটা অবশ্যই চ্যালেঞ্জের। এর জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের। যোগ দেয়া দেশগুলেরা জন্য সব রকমের সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। আমি ক্রিকেট ছড়িয়ে দিতে চাই পক্ষে। অলিম্পিক একটি বিশাল মঞ্চ। সবাই এই আয়োজনে চেয়ে থাকে। যদি সুযোগ থাকলে অবশ্যই অলিম্পিকে ক্রিকেট থাকা দরকার।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
মেসি ও ডি মারিয়ার অলিম্পিক খেলা নিয়ে যা জানালেন মাসচেরানো
ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
X
Fresh