• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘৪১ বছর পর্যন্ত খেললে রোনালদো হবেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৪:০৭
portugal vs france Josef Bican ronaldo
ছবি- সংগৃহীত

কিশোর রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন তখন দলটির ফিটনেস কোচের দায়িত্বে ছিলেন মিক ক্লেগ। পর্তুগীজ মহাতারকার এমন ফিট বডি তৈরির অন্যতম কারিগরের সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে দাবি করেছেন, ৪১ বছর বয়স পর্যন্ত খেলার সামর্থ্য রয়েছে ক্রিশ্চিয়ানো রোনলদোর। অবসরের পর তিনিই থাকবেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিআর সেভেন খেলেছেন ইউনাইটেডের হয়ে। দীর্ঘ ছয় বছর রোনালদোর ফিটনেসের যত্ন নিতে হয়েছে মিক ক্লেগকে।

ইতালিয়ান দৈনিক গ্যাজেত্তা ডেললো র্স্পোতকে এই ফিটনেস কোচ বলেন, ‘দলে রোনালদো যোগ দেয়ার আগে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি সচেতন ছিলেন রায়ান গিগস। তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী।’

রেড ডেভিলসদের জার্সি ১৯৯০ সালে গায়ে জড়িয়েছিলেন গিগস। মাঠ মাতিয়েছেন ২০১৪ সাল পর্যন্ত। ম্যানইউর এই কিংবদন্তি বর্তমানে ওয়েলস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিক ক্লেগ বলেন, দীর্ঘ ক্যারিয়ারে গিগস যদি ম্যানচেস্টারের হয়ে ৪০ বছর বয়সেও খেলতে পারেন, তাহলে রোনালদো ৪১ বছর বয়সেও মাঠে নামতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

ম্যানচেস্টারের সাবেক ফিটনেস কোচের দাবি, দীর্ঘ সময় ধরে খেলতে পারলে ক্লাব ফুটলের সর্বোচ্চ গোলের মালিক হতে পারবেন রোনালদো। যা বর্তমানে চেক কিংবদন্তি জোসেফ বিকানের ঝুলিতে রয়েছে। ১৯৩০ থেকে ৫০ সাল পর্যন্ত বিকাল ৮০৫টি গোল তুলেছেন।

‘সব ঠিক থাকলে আশা করি রোনালদো বিকানকেও ছাড়িয়ে যাবেন।’ যোগ করেন মিক ক্লেগ।

ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে রোনালদো গোল সংখ্যা ৮৫৫টি। অন্যদিকে পর্তুগালের জার্সিতে মোট ১০২টি গোল তুলেছেন। এরই মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের আলী দাইয়ির কাঁধে নিঃশ্বাস ফেলছেন তিনি।

এদিকে উয়েফা নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। শনিবার রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন ২।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
X
Fresh