• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জেমির চোখ কাতারেই

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ২১:৫০
bangladesh football federation All Nepal Football Association, Nepal vs bangladesh live, rtv online
ছবি-বাফুফে

নেপালের বিপক্ষে দাপুটে জয়ে গা ভাসাতে নারাজ বাংলাদেশ কোচ জেমি ডে। আগামী মাসে হতে চলা কাতারের বিপক্ষে লড়াইকেই প্রাধান্য দিচ্ছেন এই ইংলিশ ম্যান।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২-০ গোলে। একটি করে গোল আদায় করেন নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, ‘দুটি গোলই খুব ভালো হয়েছে। দ্বিতীয় গোল ম্যাচটা শেষ করে দিয়েছে। এরপর আরও কয়েকটা গোল হতে পারত কিন্তু হয়নি। তবে দল জেতায় আমি খুব খুশি।’

নেপাল দলের আট জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিল। তবু জেমির বলছেন, প্রতিপক্ষ বেশ ভালোই খেলেছে।

‘দ্বিতীয়ার্ধে তারা ভালো খেলেছে। বলের দখল ও নিয়ন্ত্রণ তদের কাছেই ছিল।’

আগামী মঙ্গলবার আবারও মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের কোচ নেপালের বিরুদ্ধে ম্যাচগুলোকে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন।

‘এটা আমার কাছে প্রাক-মৌসুম ম্যাচ ছিল। কারো চোট হয়নি এটা ভালো ব্যাপার। এই জয়ে ভেসে যাচ্ছি না। দ্বিতীয় ম্যাচ কঠিন হবে।’

আগামী মাসের শুরুর দিকে কাতারের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হবে লাল-সবুজদের।

জেমি ডেডে বলছেন, ‘আমাদের সামনে আরও কঠিন ম্যাচ আছে। কাতারের মাঠে খেলতে যাব। সেখানে আরও কঠিন ম্যাচ হবে। তো এই জয় আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়।’

ওয়াই/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
X
Fresh