logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বেনাপোল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৮:১৪
আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৮:৪৩

বেনাপোলে যা ঘটেছে সাকিব ভক্তের সঙ্গে

SHAKIB AL HASAN, family, wife, daughter, RTV ONLINE
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব
নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরতেই বির্তকে জড়ান সাকিব আল হাসান। একটি ব্যান্ডশপের উদ্বোধন করতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠে করোনা বিধি না মানার। এবার এক ভক্তের মোবাইল ফোন ভেঙে শিরোনাম হলেন সাকিব।

বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারত গেছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তাকে সামনে দেখে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়ে। সেইরকম আবেগপ্রবণ এক ভক্তের নাম মোহাম্মদ সেক্টর আলী। যিনি প্রিয় ক্রিকেটার দেখেই ছবি তুলতে ছুটে যান। এমন সময় ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেন সাকিব। 

ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে।

ভক্ত মোহাম্মদ সেক্টরের কাছে প্রশ্ন রাখা হয়, কি হয়েছিল সেখানে?

তিনি বলেন, ‘আমি সাকিব আল হাসানের ভক্ত । সামনে কখনও তাকে দেখিনি। বেনাপোল চেকপোস্ট থেকে দেখে নিজেকে আর সামলাতে পারিনি। সুযোগ পেয়ে তার সঙ্গে ছবি তুলতে যাই। তিনি আমার ফোনটি কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলে দেন। তখন আমার ফোনটি ভেঙে যায়। 

বেনাপোল  চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, সাকিব আল হাসান ভারতে প্রবেশ করেছেন। শুক্রবার আবার তিনি বেনাপোল হয়ে দেশে ফিরবেন।

এর আগে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

আরও পড়ুন: 
এবার ভক্তের ফোন ছুড়ে বিতর্কে জড়ালেন সাকিব

ওয়াই

RTVPLUS