• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আলী দাইয়ির রেকর্ড ভাঙতে আরেক ধাপ এগুলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ০৯:০৮
Portugal-hit-Andorra-SEVEN-Cristiano-Ronaldo-moves-closer-Ali-Daeis-record 109, RTV ONLINE
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক আলী দাইয়ি। ইরানের সাবেক এই ফরোয়ার্ড ক্যারিয়ারে ১০৯টি গোল করেছেন। ৫১ বছর বয়সী দাইয়ি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ২০০৬ সালে। বর্তমানে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার রাতে প্রীতি ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। এতে ৭-০ গোলের বড় জয় তুলেছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

ঘরের মাঠ লিসবনে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস মহাতারকা মাঠে নেমে গোল তুলেছেন একটি। এতে ক্যারিয়ারের ১০২তম গোল তুলেছেন তিনি।

৩৩ বছর বয়সী রোনালদোর সবচেয়ে বেশি গোলদাতা হতে দরকার আর মাত্র ৮টি গোল।

এদিকে দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে দুটি গোল তুলেছেন পলহিনহো। একটি করে গোল আদায় করেন পেদ্রো নেতো, রেনেতো স্যানচেস, জোয়াও ফেলিক্স। বাকি একটি গোল এসেছে প্রতিপক্ষের ভুলে।

আগামী শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। ‘সি’ গ্রুপে ৪ ম্যাচে সমান ১০ পয়েন্ট ফ্রান্স-পর্তুগালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে রোনালদোর দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
রোনালদোর আল-নাসরের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রোনালদোর গোলে ভর করে কোয়ার্টার ফাইনালে আল নাসর
X
Fresh