logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা দলে অনিশ্চিত মেসি

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১১ নভেম্বর ২০২০, ১৮:০৭
Lionel Messi in training with Argentina
আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে মেসি
বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন লিওনেল মেসি। তবে চোটের কারণে ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা কম আলবিসেলেস্তে মহাতারকার।

গোড়ালিতে চোটের কারণে সব শেষ ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম একাদশে ছিলেন না মেসি। যদিও আনসু ফাতির বদলে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। 

রিয়াল বেটিসের বিরুদ্ধে দুটি গোল তুলে দলকে এনে দিয়েছিলেন ৫-২  গোলের বড় জয়।

কোচ রোনাল্ড কোম্যান অবশ্য জানিয়েছিলেন, গোল পেলেও শতভাগ ফিট নন মেসি। তাই প্রথমার্ধে মাঠে নামানো হয়নি ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে।

আগামী শুক্রবার ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিজ দেশে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা ফুটবলের মুখপত্র মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, ওই ম্যাচে খেলার সম্ভাবনা কম মেসির। আর্জেন্টাইন অধিনায়ক ছাড়াও লাউতারো মার্টিনেজ নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওটামেন্ডি খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

১৮ নভেম্বর বাছাই পর্বের ওপর ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের আতিথেয়তা দিবে পেরু।

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৪৭৩৪১ ৩৬২৪২৮ ৬৩৮৮
বিশ্ব ৫৮৬১২৯৯৫ ৪০৫৭৫৯৪৭ ১৩৮৮৭১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়