• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নাম্বার ওয়ান সাকিব আল হাসান

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২০, ১৪:৫৫
BANGLABANDHU t 20 cup shakib al hasan beep test
সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাঠে ফেরার আগেই নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনরুদ্ধারে ব্যাট-বল নিয়ে মাঠে নামতে হয়নি বাংলাদেশের পোস্টার বয়ের। ২২ গজের ফেরার যে ধাপগুলো পার করতে হতো তার মধ্যে সবচেয়ে প্রধান ধাপে দাপটের সঙ্গেই মুখোমুখি হয়েছেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইদিনে ফিটনেস টেস্টে অংশ নেন শতাধিক ক্রিকেটার। সর্বোচ্চ স্কোর ছিল মেহেদী হাসানের। তরুণ এই পেসার ১৩.৬ স্কোর করেন। তবে সবাইকে অবাক করে সর্বোচ্চ ১৩.৭ স্কোর তুলেন সাকিব। যা এবারের ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে সোমবার ও মঙ্গলবার বিপ টেস্ট আয়োজন করা হয়েছিল। যেখানে ক্রিকেটারদের জন্য মানদণ্ড বেঁধে দেয়া ছিল ১১।

মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাকের মতো সিনিয়ররা ১১-এর বেশি স্কোর নিয়ে উতরে গেছেন এই টেস্ট।

তবে নাসির হোসেন, সোহাগ গাজী, শুভাশীষ রায়রা তুলেছেন সর্বনিম্ন স্কোর। নাসির পেয়েছেন সর্বনিম্ন ৮.৫।

যারা ১১ এর উপরে স্কোর তুলতে পেরেছেন তাদেরকেই ‘ফিট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নভেম্বরের ২১/২১ এর দিকে বসবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরছেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
‘মোস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দেওয়া উচিত’
X
Fresh