শাস্তি পেলেন সরফরাজ
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২০, ১৮:০৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২০, ১৮:২৩

আন্তর্জাতিক ম্যাচে মাঠে তাকে উত্তেজিত হতে দেখা যায়নি বললেই চলে। ভক্তদের কটূ কথায়ও তাকে দেখা গেছে সেসবে কান না দিয়ে চলে যেতে। তবে এবার হঠাৎই মেজাজ হারিয়ে ফেললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধ একাদশের হয়ে খেলছেন সরফরাজ। নর্দানের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে ব্যবহার করেন অশালীন ভাষা। তাতে বেশ বিপাকে পড়তে হয়েছে এই সাবেক অধিনায়ককে। আচরণবিধি ভঙের অভিযোগে গুণতে হচ্ছে জরিমানা।
নর্দানের বিপক্ষে ম্যাচে গতকাল (শনিবার) আম্পায়ারের দেয়া একটি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে থাকা দুই আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও সাকিব খানের উদ্দেশে অশালীন মন্তব্য করে বসেন।
ম্যাচ শেষে দুই আম্পায়ার সরফরাজের আচরণের বিরুদ্ধে অভিযোগ জমা দেন। অভিযোগ মেনে নিয়েছেন সরফরাজ। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে জানায়, সরফরাজের ম্যাচ ফির ৩৫ শতাংশ কাটা হবে।
এমআর/পি