logo
  • ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২০, ১৯:৩৬
আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৯:৪৪

বাংলাদেশ-নেপাল খেলবে মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজ

bangladesh football federation kazi salahuddin, bangladesh vs nepal, live
ছবি-বাফুফে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছিল। যদিও করোনা অতিমারিতে ভেস্তে গেছে অনেক কিছু। নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ও নেপাল জাতীয় দল দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে। ম্যাচগুলোকে ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’ নামকরণ করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় সিরিজটি নিয়ে বিস্তারিত জানাবে ফুটবল ফেডারেশন। তাই বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং অন্যান্য কর্মকর্তারা।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো বসতে চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে লাল-সবুজরা। অন্যদিকে ঢাকায় অবস্থান করছে নেপাল দল। আইসোলেশন শেষ হতেই প্রস্তুতি শুরু করবে সফরকারীরা।

ওয়াই/পি

RTV Drama
RTVPLUS