• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে ‘আদর্শ আক্রমণভাগ’ পেলেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২০, ১৫:৩৯
Hazard, Benzema and Asensio,
হ্যাজার্ড, বেনজামা ও অ্যাসেনসিও

ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেল ও করিম বেনজামা ত্রয়ীকে বলা হতো ‘বিবিসি’। রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনজনই প্রতিপক্ষকে শাসন করেছেন। এরইমধ্যে বিদায় নিয়েছেন রোনালদো-বেল। কোচ জিনেদিন জিদানের পছন্দের বেনজামা আছেন এখনও। দীর্ঘদিন আক্রমণভাগের পরীক্ষামূলক ওপর পরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ। ইনজুরির কারণে দলের সঙ্গে খেলতে পারেননি এইডেন হ্যাজার্ড ও মার্কো অ্যাসেনসিও। দুই ফরোয়ার্ড ফিট হয়ে ফিরেছেন দলে। হ্যাজার্ড, বেনজামা ও অ্যাসেনসিওকে নিয়ে নিজের ‘আদর্শ আক্রণমণভাগ’ পেয়েছেন জিদান।

চলতি সপ্তাহে লা লিগার ম্যাচে হুয়েস্কার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল। ওই ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনজনই।

বেলজিয়ান অধিনায়ক হ্যাজার্ড দীর্ঘ ৩৯২ দিন পর দুর্দান্ত এক গোল তুলেছিলেন। স্প্যানিশ ফরোয়ার্ড অ্যাসেনসিও গোল না পেলেও জোড়া গোল তুলেন ফ্রেঞ্চ তারকা বেনজামা।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে রিয়াল। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জিদান।

এক প্রশ্নের জবাবে লস ব্লাঙ্কোস কোচ বলেন, ‘দলের সবাই চায় ইতিহাস গড়তে। নিজেদের প্রমাণ করতে সবসময় প্রস্তুত থাকে তারা।’

হ্যাজার্ড, বেনজামা ও অ্যাসেনসিওর প্রসঙ্গে জিদান বলেন, ‘তিন জনই বিশেষ। আমি মনে করি রিয়ালের হয়ে তারা ইতিহাস গড়তে পারবেন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh