• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

তাবিথের বিরুদ্ধে মহির জয়

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৪:০১
নির্বাচনের পর মহি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দু'জনের মধ্যকার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৩০ জন ভোট দেন। এতে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহি উদ্দিন মহি। এছাড়াও তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।

এর আগে, গত ৩ অক্টোবর বাফুফে নির্বাচনে ৬৫/৬৫ সমান সংখ্যক ভোট পেয়ে ট্রাই করেন তাবিথ-মহিউদ্দিন। পরে নির্বাচন কমিশনার তাদের ভোট গ্রহণের জন্য ৩১ অক্টোবর নির্ধারণ করেন।

লতি মাসের ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে সহ-সভাপতির চার পদের জন্য লড়েছিলেন ৭ জন। কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক। তবে সমান ভোট পেয়ে টাই হওয়ায় ভাগ্য ঝুলে থাকে মহিউদ্দিন মহি ও তাবিথ আউয়ালের।

নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং তিনজন সহ-সভাপতি পদে জিতেছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জিতেছেন কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
জনবল নেবে বাফুফে, আবেদন করুন ফ্রেশাররাও
X
Fresh