• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মহি-তাবিথের ভোটযুদ্ধ শুরু

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১১:৩০
bangladesh football federation election 2020  tabith awal, mohiuddin mohi
ছবি- আরটিভি নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি পদে পুনঃনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পদে লড়ছেন শেখ মোহাম্মদ আসলামের সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহম্মেদ মহি ও স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ শনিবার রাজধানীর প্যানপ্যাসেফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১১টায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হবে দুপুর ১টায়।

মহি-তাবিথ দুজনেই সর্বশেষ কমিটির সহ-সভাপতি ছিলেন।

গেল ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে সমান ৬৫ ভোট পেয়ে এই দুই প্রার্থীর মাঝে টাই হয়। তাই আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাফুফের নির্বাচনে ১৩৯ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচন হন কাজী সালাউদ্দিন। চারটি সহ-সভাপতি পদের বিপরীতে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইমরুল হাসান ৮৯, কাজী নাবিল আহমেদ ৮১ এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। মহি-তাবিথ সমান ভোট পাওয়ায় অমীমাংসিত থেকে যায় চতুর্থ সহ-সভাপতি পদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh