• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আলাদা ম্যাচে নামবে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১০:৫০
messi ramos
বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসিন ও রিয়াল মাদ্রিদ দলপতি সার্জিও রামোস

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় শনিবার আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় হুয়েস্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। অন্য ম্যাচে রাত ২টায় বার্সার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস।

লিগে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে মাদ্রিদের দলটি। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সবশেষ ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হুয়েস্কাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে চায় লস ব্লাঙ্কোসরা।

এদিকে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সার অবস্থা বেশ নড়বড়ে। শেষ তিন ম্যাচের জয় নেই একটিতেও। তাই পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা আলাভেসের বিপক্ষে জয় দিয়ে হারের বৃত্ত ভাঙতে চায় কাতালানরা।

৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে, তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১২।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চার গোলের ম্যাচে সেল্টা ভিগোকে হারালো রিয়াল মাদ্রিদ
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
X
Fresh