• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১ হাজার ছক্কা পূরণের দিনে ১ রানের আক্ষেপ গেইলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ২২:০৭
Gayle regrets 1 run on the day of completing 1 thousand sixes
ছবি- ক্রিকইনফো

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের। ক্যারিয়ারের শেষ বেলাকে বুড়ো আঙুল দেখিয়ে কি দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় ওপেনার।

রাজস্থান রয়ালসের বিপক্ষে ম্যাচের ১৮ ওভার ৫ বলের মাথায় ছয় হাঁকিয়ে পূর্ণ করেছেন ১ হাজার ছয়। তার আগে এই রেকর্ড করতে পারেননি আর কেউ।

এরপরও ১ রানের আক্ষেপ থেকে যাবে গেইলের। ম্যাচের ১৯ ওভার চার বল, এবারের আসরে প্রথম শতক হাঁকানোর জন্য গেইলের দরকার ছিল মাত্র ১ রান। তবে জোফরা আর্চারের ইয়র্কারে কাবু হতে হয়েছে গেইলকে।

ব্যাট, প্যাডে লেগে অতঃপর বোল্ড হয়ে ফিরতে হলো গেইলকে। আক্ষেপে ছুড়ে ফেলেন ব্যাট। ১ হাজার ছয় পূর্ণ করার দিনে ১ রানের আক্ষেপ যে পোড়াচ্ছে গেইলকে সেটা ইনিংস শেষে জানান গেইল। এই একটা রান হলে গেইল পেতেন আইপিএল নিজের সপ্তম শতক।

‘৯৯ রানের মাথায় আউট হয়েছি এটা হতাশাজনক তবে বলটা নিঃসন্দেহে ভালো ছিল। সত্যি বলতে, এটা মনস্তাত্ত্বিক ব্যপার। আমি যদি চাই তবে ভালো খেলা অসম্ভব না।’

১ হাজার ছয়ের ব্যপারে গেইল জানতেন না বলেও জানান ইনিংস শেষে।

‘এক হাজার ছয়ের ব্যাপারে আমি জানতাম না। আমি শুধু ছয় মারতে চেয়েছিলাম। এটা আমার কঠিন পরিশ্রমের ফল। আমি ওয়াদা করছি, শতক উপহার দিবই এই আসরে।’

এমআর/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh