logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৯:৪৩
আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৬

নিজের পারফরম্যান্সে তুষ্ট নন স্টোকস

Stokes is not satisfied with his performance
বেন স্টোকস
ব্যাড বয় থেকে গুড বয়। বেন স্টোকসের উপস্থিতি পালটে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্টোকস পৌঁছে গেছেন অন্য উচ্চতায়।

অভিষেকের চার বছর পর ইংল্যান্ডকে জিতিয়েছেন প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ। তার পারফরম্যান্সে অ্যাশেজও জিতে ইংলিশরা। তিন ফরম্যাট মিলে এই অল-রাউন্ডারের রান ৭ হাজার ছাড়িয়েছে, উইকেট ২৫০টি।

এরপরও নাকি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বেন স্টোকস। এর মানে একেবারেই যে অসন্তস্ট তাও নয়। কেন সন্তস্ট নন আর কেন সন্তস্ট সেসব জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে।

‘খেলোয়াড় হিসেবে আমার যেখানে অবস্থান তা নিয়ে আমি সন্তস্ট নই। এর জন্য অনেক অভিজ্ঞতার দরকার। যত বেশি খেলা যায়, ততো বেশি জানা যায় নিজের ব্যপারে। এতে করে সব রকম পরিস্থিতি মানিয়ে নেয়ার সামর্থ্য তৈরি হয়।’

নিজের উন্নতির জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে চলছেন স্টোকস। ধারাবাহিক হতে যা দরকার তার সবই করছেন বলেও জানান স্টোকস।

‘আমি পরিশ্রম করে যাচ্ছি যা আমাকে এরিমধ্যে সফলতাও দিয়েছে। দুর্বলতা নিয়ে কাজ করে সেগুলোকে শক্তিতে পরিণত করি আর এসবই আমাকে ধারাবাহিকভাবে রান ও উইকেট নিতে সাহায্য করে।’

নিজেকে এই উচ্চতায় আনার পেছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের নামও জানিয়েছেন এই অল-রাউন্ডার। বিশেষ করে জো রুট, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের সঙ্গে খেলা, তাদের বিপক্ষে ব্যাটিং-বোলিং করাটাই এগিয়ে নিয়েছে তাকে।

‘রুটের বিপক্ষে বোলিং, অ্যান্ডারসন, ব্রডের বিপক্ষে ব্যাটিং বরাবরই কঠিন। এটা আমার একরকমের পরীক্ষা।তাদের সঙ্গে নেটে ব্যাট-বল করাটা অনেক বেশি চ্যালেঞ্জের।’

এমআর/

RTVPLUS