Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ১৭:৪৮
আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৭

এটা একটা গুজব, শুধুই গুজব: জামাল

Jamal Bhuyan bangladesh vs nepal live
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

নেপালের বিরুদ্ধে যখন করোনা পরবর্তী ফুটবলে ফেরার প্রস্তুতি চলছে ঠিক তখন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ পায় দেশটির লিগে খেলতে চলেছেন জামাল ভূঁইয়া। কলকাতা মহামেডানের চোখ পড়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের ওপর।

সাইফ স্পোর্টিং লিমিটেডের এই তারকা মিডফিল্ডার পরিবারের কাছে ডেনমার্কে অবস্থান করছিলেন। নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে দেশে ফিরেছেন তিনি।

করোনা টেস্ট করিয়ে শুক্রবার অনুশীলনে দলের সঙ্গে নেমেছিলেন জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে দলপতি মুখোমুখি গণমাধ্যমের সঙ্গে।

ভারতে পাড়ি জমানো প্রশ্ন তুলতেই তিনি বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘এটা একটা গুজব, শুধুই গুজব। এমন কোনও প্রস্তাব পাইনি। এটা শুধুই গুজব। যদি এমন প্রস্তাব পেতাম তাহলে আপনাদের সামনে নিয়ে আসতাম।’

নেপালের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ জিততে চায় লাল-সবুজরা।

৩০ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দিয়েই ম্যাচটি জিততে চাই।’

দীর্ঘ বিরতির পর ফিরেছেন মাঠে। আপাতত তাপমাত্রা নিয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক।

‘অনেক দিন পর ফিরে ভালো লাগছে। তবে একটু গরম। ডেনমার্কে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। একক অনুশীলন আর দলের সঙ্গে দুইটাই আলাদা। একা করলে শুধু জিম আর রানিং করা সম্ভব। দলের সঙ্গে খাপ খাওয়ানো যায়।’

আগামী বছর কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা রয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচ দুটি প্রস্তুতির জন্য বেশ ভালো হবে মনে করেন জামাল।

‘শুনেছি কাতারের বিপক্ষে ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচ প্রস্তুতির জন্য ভালো। গেল বছর ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলার পর কাতার ও ভারতের বিপক্ষে নেমেছিলাম। বেশ ভালোই করেছিলাম।’

দীর্ঘদিন পর ফেরার কারণে ফিটনেসে একটু সমস্যা হতে পারে। তবে সপ্তাহখানেকের মধ্যে তা ঠিক হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘ফিটনেস শতভাগ নেই। এখন আশি শতাংশ। এক সপ্তাহের মধ্যে শতভাগে পৌঁছে যাবে।’

ওয়াই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS