logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

পুরুষ দল সামলাবেন হিজাবি নারী কোচ

Faiza Heidar  Egyptian coach , faiza haider, faiza haidar
ফাইজা হায়দার
পুরুষ ফুটবলে লাইন্সম্যান থেকে নারী রেফারিও দেখা মিলেছে এবার। পুরুষদের ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন এক হিজাবি নারী।

বিভিন্ন দলে কোচিং স্টাফদের মধ্যে নারীদেরও দেখা যায়। তবে প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দলের হাল ধরতে চলেছেন ফাইজা হায়দার।

মিশরের জাতীয় নারী ফুটবল দলের সাবেক এই অধিনায়ক দেশটির একটি পেশাদার ক্লাবের দায়িত্ব বুঝে নিয়েছেন।

৩৬ বছর বয়সী এই ফাইজা মিশরের চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তি সেরে ফেলেছেন।

মিশরের রাস্তায় ছেলেদের সঙ্গে ফুটবল খেলে বড় হয়ে উঠেছেন তিনি। ১৯৯৭ সালে খেলেছেন দেশটির প্রথম নারী লিগেও।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সার্টিফিকেট পাওয়া এই কোচ বলেন, ‘শুরুতে অনেক প্রতিবন্ধকতা ছিল। তবে আমি বোঝাতে সক্ষম হয়েছি সঠিক অনুশীলনের মাধ্যমে যে কোনও কিছু করা সম্ভব।’

মিশরের প্রথম এই নারী কোচ দেশটির সর্বোচ্চ পর্যায়ে কোচিং করাতে আগ্রহী।

ওয়াই

RTVPLUS