• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সময়টা সন্তানদের লালন-পালন করেই কেটেছে: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ১৫:৩৩
SHAKIB AL HASAN, family, wife, daughter
ছবি- সাকিবের ফেসবুক থেকে নেয়া

শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। প্রিয় তারকার প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞা চলাকালীন বেশিরভাগ সময়ই করোনার কারণে খেলা ছিল বন্ধ। কেমন করে সময় কেটেছে সাকিবের?

জবাবে তিনি বলেন, ‘বেশির ভাগ সময়ই যুক্তরাষ্ট্রেই ছিলাম। সময়টা বলতে পারেন সন্তানদের লালন-পালন করেই কেটেছে। ছয় মাস আগে আমার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়েছে। প্রথম তিন-চার মাস রাতে আমিই তার সঙ্গে থাকতাম। তাই বেবি সিটিংয়ের কাজটা যেটা প্রথম সন্তানের জন্য করতে পারিনা তা পুরোপুরি করতে পেরেছি। সেদিক দিয়ে খুবই খুশি। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় ইনশাল্লাহ সেটার প্রতিদান যাতে দিতে পারি সেটা চেষ্টা করি।’

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসীদের উদ্দেশ্যে এই তারকা ক্রিকেটার বলেন, ‘দেশের বাইরে শুধু যুক্তরাষ্ট্র নয় যে কোনও জায়গাতেই বাংলাদেশিদের ভালোবাসা পাই। তবে নিউইয়র্কের কথা বিশেষ করে বলতে হয়। কারণ প্রতিবারই যখন এসেছি আমার মনে হয়নি এই শহর থেকে আমি দূরে ছিলাম। সব সময় নিজের শহর মনে হয়েছে।’

কবে ফিরছেন ক্রিকেটে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বাংলাদেশে আগামী নভেম্বরে ফিরবো ইনশাল্লাহ। দেশে যাওয়ার পরেই বাকি প্রক্রিয়াগুলো কীভাবে হবে সেটার রূপরেখা তৈরি হবে। এখান থেকে সেই রূপরেখা পাওয়া সম্ভব নয়। দেশে ফেলার পরই করা হবে। বিসিবির সঙ্গে কথা বলেই করা যাবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবার সঙ্গেই যোগাযোগ হচ্ছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার সঙ্গে সব সময়ই কথা হয়। পাপন ভাই, আকরাম ভাইসহ নির্বাচক সবার সঙ্গেই কথা হয়। মূল পরিকল্পনাটা সবার সঙ্গে বসেই করতে হবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh