logo
  • ঢাকা রোববার, ০৬ ডিসেম্বর ২০২০, ২১ অগ্রহায়ণ ১৪২৭

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট 

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট 
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ।। ছবি: সংগৃহীত
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই খবর দিয়েছে।  খবর স্কাই স্পোর্টসের।

ইনফান্তিনো (৫০) আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন। গেল গত কয়েকদিনে ইনফান্তিনো সংস্পর্শে যারা এসেছেন তাদেরও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ২৬৩ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭১ হাজার ২৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

এসএস

RTVPLUS