• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিগ-ব্যাশে খেলবেন না ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১৫:৪৩
Villiers will not play in the Big Bash
ছবি- বিগ-ব্যাশ

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে পাওয়ার জন্য মুখিয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দলগুলো। বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে।

এরপর খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ-ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে। তবে আগেভাগেই ব্রিসবেন ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন এই আসরে খেলতে পারবেন না তিনি।

এর কারণ অবশ্য পারিবারিক। পরিবারকে সময় দিতে চান এই সময়টায়। ব্রিসবেনের কোচ ড্যারেন লেহমান আশাবাদী ছিলেন, পারিবারিক কাজ সামলে এবি যোগ দেবেন দলে। তবে সন্তান সম্ভবা স্ত্রী ড্যানিয়েলের পাশে থাকবেন বলেই না বলেছেন বিগ-ব্যাশকে। ওই সময়ে এবির পরিবারে আসছে তৃতীয় সন্তান।

এবির না খেলার ব্যপারে ড্যারেন লেহমান বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম এবিকে নিয়ে। তবে বর্তমান পরিস্থিতির কারণে সব বদলে গেছে। এটা শুধু এবির ক্ষেত্রেই নয়, সকলেরই নতুন পরিকল্পনা করতে হচ্ছে।’

লেহমান আরও বলেন, ‘এবি তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ভ্রমণ করতে আগ্রহী নয়। তাছাড়া কোভিডের এই সময়ে ভ্রমণেও রয়েছে বেশ ঝামেলা। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব তার জন্য। তার সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাই।’

ডি ভিলিয়ার্স জানান, ‘খুব শীঘ্রই আমাদের পরিবারে নতুন সন্তান আসতে যাচ্ছে। আমার সন্তান ও আমার স্ত্রী ড্যানিয়েলের জন্য দারুণ সময় অপেক্ষা করছে। তাই আমি তাদের পাশে থাকতে চাই এবং কোভিড -১৯ পরিস্থিতির কারণে ভ্রমণ অনিশ্চয়তার কথা মাথায় রেখেই বিবিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দারুণ একটি লিগ দেখব সবাই।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
X
Fresh