• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা ছাড় দেয়নি রোনালদিনহোকেও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১৪:২৪
BRAZIL  Ronaldinho tests positive for coronavirus
রোনালদিনহো

ফুটবলের রথি-মহারথীদের মতো এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার শনিবার ব্রাজিলিয়ান শহর বেলো হরিজন্তে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরই কোভিড-নাইনটিনে আক্রান্ত হন তিনি।

৪০ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, সুস্থই আছেন তিনি। বর্তমানে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন।

রোনালদিনহো নিজ ইনস্টাগ্রামে বলেন, ‘বেলো হরিজন্তে এসেছি। একটি ইভেন্টে আসার পর টেস্ট করি। তখন পজেটিভ এসেছে। আমার কোনও উৎসর্গ নেই। বেশ সুস্থবোধ করেছি। তবে আমাকে দ্রুতই ফিরে যেতে হবে। আশা করি সবার মাঝে দ্রুতই ফিরবো।’

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। দুইবার লা লিগার চ্যাম্পিয়নও হয়েছেন কাতালান দলটির জন্য মাঠে নেমে। খেলেছেন ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো দলে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh