• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নভেম্বরের তৃতীয় সপ্তাহে বিসিবি'র টি-টোয়েন্টি লিগ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ২২:১৫
BCB's T20 league in the third week of November
ছবি- বিসিবি

করোনা বিরতির পর প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্টের সফল আয়োজন শেষে এখন বিসিবির লক্ষ্য কর্পোরেট টি-টোয়েন্টি লিগ আয়োজন করা।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে ঘরোয়া এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

রোববার প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নভেম্বরের ১৫ তারিখেই লিগ শুরুর আশা তাদের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টে দল হবে পাঁচটা।

‘ওয়ানডে টুর্নামেন্ট ছিল তিনটা দলের, এখন হবে পাঁচটা দল। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব লোকাল ক্রিকেটারদের দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। পাঁচটা টিম নিয়ে করবো, তাহলে আরও বেশ কিছু ছেলে সুযোগ পাবে। আরও মিনিমাম ৩০ জন ছেলে টি-টোয়েন্টি লিগে আসবে। এটা চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটা করবো নভেম্বরের ১৫ তারিখ থেকে।’

করোনার মহামারির কারণে বদলেছে পরিস্থিতি। তাই এবছর বিপিএল আয়োজনের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। কথা উঠেছে কর্পোরেট লিগে বিদেশি ক্রিকেটারদের খেলানো প্রসঙ্গে। তবে বিসিবি চাইছে দেশের ক্রিকেটারদের নিয়েই এই লিগ আয়োজন করতে।

‘বিদেশি ক্রিকেটার আমরা রাখতে চাচ্ছি না। এই মুহূর্তে এটাতে না। সবচেয়ে বড় কথা কী, বিদেশি ক্রিকেটার আনতে গেলে ব্যাটসম্যানই পাচ্ছি সব। ব্যাটসম্যান এনে লাভটা কী। আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না, কর্পোরেট হাউজের লাভ হলে হতে পারে। আমার ভালো বোলারও চাই। ভালো ভালো বোলারররা আসুক, ফাস্ট বোলাররা আসুক, স্পিন বোলররা আসুক। আমাদের ব্যাটসম্যানরা খেলুক। ওরকম যেহেতু পাওয়া যাচ্ছে না তাই আগ্রহ নেই।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh