• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘রামোসের সামনে পড়ার কথা ছিল, পেছনে নয়’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৮:৪৬
ramos koeman
ছবি- সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছিল ঠিকই।‌ যদিও শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদই। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা।

প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১। দ্বিতীয়ার্ধের পিছিয়ে যায় বার্সা। তারপর আর তারা সমতায় ফেরাতে পারেনি।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় করিম বেনজামার পাস থেকে রিয়ালের হয়ে গোল তুলে ফেডেরিকো ভালভার্দে। তিন মিনিট পরেই আনসু ফাতির গোলে সমতায় ফিরে বার্সা।

দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টি গোলে থেকে দলকে এগিয়ে দেন সার্জিও রামোস। একেবারে শেষদিকে ৯০ মিনিটের মাথায় গোল তুলে দলের জয় নিশ্চিত করেন লুকা মদ্রিচ।

ম্যাচের পর বার্সা কোচ প্রশ্ন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার প্রধান কোচ রোনাল্দ কোম্যান।

নু ক্যাম্পে সদ্য যোগ দেয়া কোম্যান বলেন, ‘আমি সহমত প্রকাশ করতে পারছি না। আমার কাছে সেটা পেনাল্টি ছিল না। আশা করি একদিন স্পেন কর্তৃপক্ষ ভিএআর ইস্যু নিয়ে আমার জবাব দিবে। এই পর্যন্ত পাঁচ ম্যাচ অংশ নিয়েছে। শুধু বার্সার বিপক্ষেই ভিএআর ব্যবহার করা হচ্ছে।’

নেদারল্যান্ডসের সাবেক কোচ অভিযোগ করে বলেন,‘সেভিয়ার বিপক্ষে মেসিকে ফাউল করার পরও ব্যবহার করা হয়নি। অন্যদিকে গেটাফের বিরুদ্ধেও দুটি লাল কার্ড দেয়ার মতো অবস্থাও একই চিত্র ছিল।’

কেনো তার দলের বিপক্ষেই ভিএআর ব্যবহার হয় এমন প্রশ্ন তুলে রোনাল্দ কোম্যান বলেন, ‘কেনো শুধু বার্সার বিপক্ষে ভিএআর ব্যবহার করা হয়। এই প্রযুক্তি দারুণ হতে পারে, যদি সেটা যদি সব দলের জন্য ব্যবহার করা হয়।’

কোম্যানের দাবি রামোসের পেনাল্টি দেয়ায় ম্যাচের চিত্রই পাল্টিয়ে গেছে।

রামোসের পেনাল্টির বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি লেঙ্গলেটের সঙ্গে কথা বলিনি। তবে ঘটনাটা আমি দেখেছি। লেঙ্গলেটকে ফাউল করেছিলেন রামোস। তারপরই রামোসকে টেনে ধরেন লেঙ্গলেট। কিন্তু তাকে ফেলে দেয়ার মতো অবস্থা হয়নি। তার তো সামনে পড়ে যাওয়ার কথা ছিল, পেছনে নয়। আমি আবারও বলছি, আমার কাছে এটি পেনাল্টি নয়।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh